দেশব্যাপী নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবা প্রাপ্তির সুবিধার্থে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় ৪০ টি জেলা সদর হাসপাতাল এবং ২০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬০টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেল স্থাপন করা হয়েছে।সহযোগী মন্ত্রনালয়গুলো হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়,তথ্য মন্ত্রনালয়,সমাজকল্যাণ মন্ত্রনালয়,স্বরাষ্ট্র মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। সেলসমূহ জেলা ও উপজেলা পর্যায়ে নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সরকারী সংস্থা , বেসরকারী সংগঠন, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেক হো্ল্ডারদের সাথে যোগসূত্র স্থাপন করে।যার মধ্যে অন্যতম একটি হলো কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ওয়ান-স্টপ ক্রাইসিস সেল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস